আজ - শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১২

ঢাকা উত্তর আ’লীগের নেতৃত্বে বজলুর-কচি, দক্ষিণে মান্নাফি-সেন্টু

আজ শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হয়েছেন আবু আহমেদ মন্নাফী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির।ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মান্নান কচি।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম অধিবেশনে প্রধান অতিথির ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ছিলেন ওই কমিটির সিনিয়র সহসভাপতি। তিনি দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আর সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরও ছিলেন সহসভাপতি।

উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এর আগে ওই কমিটির সহসভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।

উত্তর ও দক্ষিণ শাখায় সভাপতি পদে ২২ এবং সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী ছিলেন।

এর আগে ২০১২ সালের ২৭ ডিসেম্বর অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন বছর পর নগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত করে ২০১৬ সালের ১০ এপ্রিল দুই মহানগরের দুটি কমিটি দেওয়া হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত