সিঙ্গাপুরের একটি কোম্পানিতে থাকা শেয়ারের তথ্য হলফনামায় গোপন করায় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিলে কমিশনে লিখিত অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
তার দাবি, এই অপরাধে তাবিথের প্রার্থিতা বাতিল, এমনকি নির্বাচিত হলেও তিনি অযোগ্য হবেন। কমিশন ব্যবস্থা না নিলে প্রার্থিতা বাতিল চেয়ে রবিবার রিট করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শামসুদ্দিন চৌধুরী মানিক আরও বলেন, ‘তার এবং তার পরিবারের সকল সদস্যদের এ্যাসেস্টস হলফনামায় দেখেতে হবে। কিন্তু তিনি সেটা দেখাননি। তার যে হলফনামা সেটাও আমরা দেখেছি, সেখানেও নাই। এটা কিন্তু আইনের খেলাফ এবং এই আইনের খেরাফের কারণে; হলফনামায় মিথ্যা তথ্যা দেয়া বা তথ্য গোপন করা হয় তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য।’