আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:২৫

তাবিথের উপর হামলা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর প্রচারণার সময় হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার, বেলা সাড়ে ১১টায় গাবতলী থেকে সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এসময়, ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সলর মুজিব সারোয়ারের প্রার্থীর মিছিলের সমর্থকদের সঙ্গে তাবিথের মিছিলের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। দু’পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এটিকে হামলা বলে অভিযোগ করেছেন তাবিথ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবী করেন তিনি। পরে, কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে প্রচারণা আবার শুরু করেন তাবিথ।

আরো সংবাদ