আজ - শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:১০

তারাকান্দায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ জন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টায় ময়মনসিংহ শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সকালে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে আসছিল। পথিমধ্যে বাগুন্দা মোড় নামক স্থানে আসতেই বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

তিনি আরও বলেন, নিহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। তবে, নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর হবে। নিহত পুরুষের বয়স ৩০ বছর। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত