বৃহত্তর যশোর বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় খানজাহান আলী 24/7 নিউজে ইমেইল মারফতে প্রেরিত যশোর বাসীর উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তায় এ বাণী জানান তিঁনি।
শাহারুল ইসলাম বলেন, হিজরি দিনপঞ্জি পরিক্রমায় মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা সমাগত। এ উপলক্ষে বৃহত্তর যশোরবাসী সহ সব মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ! ঈদ মোবারক!
বাণীতে তিঁনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে নিজের ছেলে হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শন স্বরূপ আমাদের মালিক আমাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন। এটা মুসলিম উম্মাহ’র জন্য একটি আত্মত্যাগের মহান শিক্ষা।
ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে তিঁনি আরোও বলেন, এই ঈদ উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানরা কুরবানি করেন ও কুরবানির পশুর মাংস দুস্থ প্রতিবেশি, আত্মীয় ও ইয়াতিমদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি।
প্রিয় ভাইয়েরা আমার, কুরবানির পশুর মাংস ফ্রীজে না রেখে দুস্থ প্রতিবেশিকে দিন, প্রতিবেশির সাথে আত্মীয় সুলভ আচারন করুন। সকল হিংসা ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের খুশি একে অপরের মাঝে ছড়িয়ে দিন। পৃথিবীতে ভালবাসার উপর আর কোন প্রাপ্তি থাকতে পারেনা। দয়া করে কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে রাখবেন এবং অন্যান্য ধর্মালম্বীদের প্রতি অতিব যত্নশীল আচরণ করবেন। পরিশেষে যশোর সহ সমগ্র দেশবাসীকে আবারও পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানায়।