আজ - মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৫৫

ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিতরা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেছে কর্মহীন ও নিম্নআয়ের মানুষ।

এ সময় তারা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের অনিয়মের কারণে ত্রাণ সহায়তার জন্য তালিকায় বিত্তবানদের নাম থাকলেও ঠাঁই হয়নি অসহায় মানুষদের নাম। ত্রাণের নামে বার বার আইডি কার্ড নিলেও এই ইউনিয়নের যারা প্রকৃত পক্ষে গরীব তাদের অধিকাংশই সরকারের ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে নিম্নআয়ের মানুষ পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বিক্ষুব্ধরা এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ