প্রকাশিত : » ২০ মে ২০২০, সময়: » ৪:৪২ অপরাহ্ণ, পঠিত: » 500 views
স্টাফ রিপোর্টার।। যশোরে তীব্র ঝড় বৃষ্টির মাঝে অসহায়দের পাশে খাদ্যসামগ্রী নিয়ে হাজির সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়নটির চেয়ারম্যান শাহারুল ইসলাম।
আজ বুধবার সকাল ১১ টায় ধর্মতলা ৪ নং ওয়ার্ড রেললাইনের পাশের বাসিন্দাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি৷
ধর্মতলা ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ১০০ পরিবারে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাহারুল ইসলাম বলেন, আজ দূর্যোগের দোহায় দিয়ে যদি ঘরে বসে থাকি তাহলে মহামারিতে যারা কষ্ট পাচ্ছে তাঁরা জনপ্রতিনিধিদের গালি দিবে না? ওরা ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি আজকের দিনের জন্যই নির্বাচিত করেছে৷ ওদের ভোটেই আমরা চেয়ারম্যান ওদের ভোটেই আমরা নেতা৷ ওদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। তারা যেমন ভালবেসে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে আমিও যেন সকল সময় তাদের পাশে দাঁড়াতে পারি মালিকের দরবারে একটাই চাওয়া৷
এসময় উপস্থিত ছিলেন, ধর্মতলা ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদশা, আ’লীগ নেতা ডাঃ মিন্টু সহ নেতৃবৃন্দ।