আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:৩২

দেয়াড়ায় ৮নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে দোয়া এবং খাবার বিতরণ

দেয়াড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মহামারী করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে ১৫ আগস্ট ২০২০ শনিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের জন্য মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেয়াড়া ইউনিয়নে আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী।

প্রধান অতিথি শাহারুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের প্রতি মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গ্রামের একজন সাধারন ছেলে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মতো অজপাড়াগাঁয়ের কাদাপানিতে তাঁর বেড়ে ওঠা। নিজে একেবারে দরিদ্র পরিবারের সন্তান না হলেও তৎকালীন গ্রামীণ দারিদ্র্য দেখেছেন খুব কাছ থেকে। মানুষের অভাব-দারিদ্র্য সইতে পারতেন না। বালক বেলা থেকেই নিজেদের গোলার ধান চুপিসারে বিলিয়ে দিতেন গরিবদের মাঝে। গায়ের চাদর খুলে দিয়েছেন শীতে কষ্ট-পাওয়া গ্রামীণ মানুষকে। থাকা এবং না-থাকার বিষয়টি তাঁকে ছোট বেলা থেকেই ভাবিত ও তাড়িত করেছে। বঙ্গবন্ধুর এমন আদর্শ আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। গরীব আসহায়দের জন্য এগিয়ে আসতে হবে। মানবতার জন্য সব সময় কাজ করতে হবে। এটা আমার জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও শিক্ষা।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদানের সময় চেয়ারম্যান ৮নং দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদ, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক (প্রতিষ্ঠাকালীন), আহ্বায়ক দেয়াড়া ইউনিয়ন যুবলীগ আনিছুর রহমান বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক ভূ-খন্ডটি আমরা পেতাম না। তাই এ ভূ-খন্ডের সম্মান ও মর্যাদা ধরে রাখার দায়িত্ব আমাদের। এ জন্য আমরা বঙ্গবন্ধুর মত করে দেশকে ভালোবাসব এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।

বক্তব্য শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।

আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মতিয়ার রহমান এবং সভা সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, মাজিদ খাঁ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ, সহ সভাপতি রকিব উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান দিপু, যুবলীগ নেতা ইলিয়াস হোসেন মিন্টু, আঃ রশিদ, মিলন হোসেন, জামাল হোসেন, মেহেদী হাসান ও ইমদাদুল হোসেন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত