আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:৫৬

দেয়াড়ায় ইজিবাইক চালকদের মাঝে চেয়ারম্যান আনিছের খাদ্য সহায়তা।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডের ৩৫ জন ইজিবাইক চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর সমাজিক দূরত্ব বজায় রেখে সকল কে একত্রিত করে এ সহায়তা প্রদান করেন তিনি। এসময় ইউপি সদস্য সেলিম হোসেন ও গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

এদিকে করোনার প্রাদূর্ভাব রোধে কঠোর অবস্থানে রয়েছেন খোদ চেয়ারম্যান। লক ডাউনের মধ্যে কেউ যেন বাড়ির বাইরে না বের হয় সে বিষয়টি কঠোর ভাবে দেখভাল করছেন তিনি। একই সাথে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত দিনমজুর ও খেটে খাওয়া শ্রমিকদের বাড়ীতে বাড়ীতে গিয়ে নিজ হাতে চাল ডাল আলু তেল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ সকল প্রকার সেবা অব্যাহত রেখেছেন। নিজ তত্ত্বাবধায়নে গঠন করেছেন ত্রাণ কমিটি। এর পরও সেবা বিঘ্নিত হতে পারে শঙ্কায় সারারাত তিনি ইউনিয়ন পরিষদ ভবনেই অবস্থান করছেন। চালু করেছেন জরুরি হট লাইন 01716538683। গভীর রাতে ইউনিয়নের যে কোন প্রান্ত হতে হটলাইনে কল আসলেই খাবারের ব্যাগ মটর সাইকেলের পেছনে ঝুলিয়ে টিম টিম আলোয় পৌঁছে যান অনাহারী বাড়ি।

চেয়ারম্যান আনিছের এ সকল কর্মকান্ড ইতমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ব্যক্তি সমাজে। একই সাথে এ সকল কর্মকান্ড রাষ্ট্রীয় সম্মাননার দাবি রাখে বলে মন্তব্য বিশ্লেষকদের।

আরো সংবাদ