আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:১৭

দেয়াড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ।। যশোরের সদর উপজেলার দেয়াড়ায় ৩২ বছর বয়সী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ মার্চ ) রাতে কৌশলে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে ভূক্তোভূগি মোছাঃ ইয়াসমিন (৩২) নামের ওই নারী জানান, যশোর জেলার কোতয়ালী থানার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ার মৃত আব্দুর রউফের ছেলে শাকিল(৩০) এর স্বভাব চরিত্র ভালো না দুশ্চরিত্রের লোক। আমার স্বামী কাজ কর্মে বাহিরে থাকার সুযোগে আসামী প্রায় আমাকে উত্যক্ত করে এবং কৃ-প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি না হইলে সে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাইতো।  গত ২৭ মার্চ রাতে আমার স্বামী বাড়ীতে ছিলো না। আমি আমার মেয়ে খাদিজা (১১) কে নিয়ে ঘরে শুয়ে থাকাকালে রাএ অনুমান ১০.০০ ঘটিকার সময়ে যশোর কোতয়ালী মডেল থানাধীন হালশা বিশ্বাসপাড়া গ্রামস্হ আমার স্বামী বসত ঘরের দরজা খুলে আমি প্রকৃতিক ডাকে বাহিরে গেলে ঐ সুযোগে আসামী কৌশলে আমার ঘরে প্রবেশ করে অবস্থান করিতে থাকে।

তিনি জানান, পরবর্তীতে আমি ঘরের ঢুকে ঘরের দরজা দিয়ে শুয়ে পড়িলে আসামী আমার ঘরের খাটের নিচ হইতে বাহির হইয়া আমাকে খাটের উপর ঝাপটাইয়া ধরে। একপর্যায়ে বিবাদী তার হাতে থাকা ধারাল চাকু দেখাইয়া আমাকে খুন জখমের হুমকি দিয়ে আামকে খাটের উপরে শুয়াইয়া আমার পরনের খাপড় চোপড় খুলিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষণ করে। ধস্তাধস্তির সময়ে আমার মেয়ে খাদিজা ঘুম থেকে উঠে আলো জালানোর পর উক্ত আসাসীকে দেখে।

তখন উক্ত আসামী বিষয়টি কাউকে কিছু বললি আমাকে প্রণে মেরে ফেলিবে বলিয়া হুমকি দিয়া চলিয়া যায়। আমার স্বামী বাড়িতে আসলে আমি তাকে বিষয়টি জানাই।

আরো সংবাদ