আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:২৬

দেয়াড়ায় তালাশ করে করে চেয়ারম্যান আনিছের ত্রাণ বিতরণ।

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ৮ নং দেয়াড়া ইউনিয়নে দুস্থ মহিলাদের মাঝে চেয়ারম্যান আনিছুর রহমান খাদ্য সহয়তা প্রদান করেছেন৷

ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডের অসহায় পিছিয়ে পড়া মহিলাদের তালাশ করে করে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি৷ সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য আলেয়া বেগম, মিলি বেগম ও রেশমা খাতুনের সমন্বিত সেলটি ইউনিয়নটির ৫০ টি দুস্থ পরিবার খুঁজে বের করেন৷

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্দ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়৷

ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন,মহামারি করোনা দূর্যোগের সময় এখন ও শেষ হয়নি, এদিকে একবার ত্রাণ পেয়েছেন কিন্তু ফের পাওয়ার যোগ্য এমন পরিবারের খোঁজ নিতে মহিলা ইউপি সদস্যদের দায়িত্ব প্রদান করি। তাঁদের দেয়া তালিকা অনুসারেই আজ ত্রাণ বিতরণ করা হয়েছে।

এসময় দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী ও সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ