আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০৪

দেয়াড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে সুমাইয়া খাতুন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের রমজান গাজীর মেয়ে ও স্থানীয় দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। 
সূত্র জানায়, সুমাইয়ার সাথে তার বড় দুলাভাইয়ের চাচাতো ভাই রাব্বির প্রেমজ সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার রাতে ইছাপুর গ্রামের আসমত আলীর স্যালোমেশিন ঘরে সময় পার করে সুমাইয়া ও রাব্বি। শুক্রবার সকালে সুমাইয়ার পরিবার বিষয়টি জানতে পেরে তাকে বকাঝকা করে। দুপুর দেড়টার দিকে পিতা-মাতার উপর অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমাইয়া। পরিবারের লোকজন  সন্ধ্যায় পুলিশে খবর দিলে কোতোয়ালি থানার এসআই শাহিন তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এসআই শাহিন জানান,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আত্মহত্যা করেছে ওই মাদ্রাসা ছাত্রী। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 

আরো সংবাদ