আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:১৮

দেয়াড়ায় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ

নিজেস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলাধীন দেয়াড়া মডেল ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় বক্তারা বলেন, “বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, দুস্থ মানুষের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করেছেন। দুস্থ মহিলা ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কদের জন্য শান্তি নিবাস, আশ্রয়হীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প সপ্নদ্রষ্টা তিনি। এ সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেড়েছে। মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক পাচ্ছে। এজন্যই আমরা শেখ হাসিনার নির্দেশ মানবো।শেখ হাসিনার জন্য দোয়া করবো। শেখ হাসিনা যেভাবে মানুষের সেবা করছে একইভাবে যারা মানুষের কণ্যানে কাজ করবে তাদের বিজয় সুনিশ্চিত। শেখ হাসিনা সুস্থ থাকলেই দেশ এগিয়ে যাবে। বাস্তবায়ন হবে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার সকল স্বপ্ন।”

আজ সোমবার বিকেলে দেয়াড়ায় এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী, দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, যশোর পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদি হাসান রনিসহ জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ ।

আরো সংবাদ