আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০২

দেয়াড়ায় ৩ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন সভাপতি মতলেব সম্পাদক আশরাফুল

স্টাফ রিপোর্টার :: যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কণ্ঠভোটে মতলেব আলী সভাপতি, সহ সভাপতি মিজানুর রহমান ও আশরাফুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করেন নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার বিকাল ৪ টায় হালসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সভাপতি মতলেব ও সম্পাদক আশরাফুল

দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি এহিয়া বিশ্বাসের সভাপতিত্বে এবং সম্পাদক আব্দুল মতলেবের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ , প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ও মোঃ শহিদুল ইসলাম।সম্মেলনটির উদ্বোধন করেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনসুর আলী বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে মোহিত নাথ বর্তমান সরকারে উন্নয়ন অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করেন। নারীর ক্ষমতায়ন বেকারত্ব দূরীকরণ সহ সরকারের উন্নয়ন অগ্রগতি ও ভিশন সম্পর্কে জনগণকে সচেতন করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে জণগনকে একসাথে কাজ করার পরামর্শ দেন। একই জেলা আ‘লীগের এক নেতার বিতর্কিত কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করেন তিনি একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ব্যাপার জানেন উল্লেখ করে জনণনকে ধৈর্য্য ধরার পরামর্শও প্রদান করেন মোহিত নাথ।

শাহারুল ইসলাম বলেন আজকের সম্মেলনে জনগণ যাকে নির্বাচিত করবে আমরা তাকে নেতা বানাবো। আমাদের কোন আত্মীয় স্বজন এমনকি আমাদের নেতা শাহীন চাকলাদারেরও কোন নির্ধারিত ব্যক্তি নাই। সুতারাং আপনারা যাকে নির্বাচিত করবেন সেই আজকের সম্মেলনে নেতা হিসেবে নির্বাচিত হবে। তবে বঙ্গবন্ধুর আদর্শচ্যুত কোন ব্যক্তি নেতৃত্বে যেন না আসতে পারে সে ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। সর্বপরি এই অঞ্চলের তৃণমূল আওয়ামীলীগ যাকে নির্বাচিত করবে আমরা তাকে নেতা বানাবো। শাহারুল ইসলাম আরও বলেন একই ওয়ার্ডে যারা পাল্টা সম্মেলন করছে তাঁদের ব্যাপারেও  কেন্দ্রীয় আওয়ামীলীগ অবগত আছেন। অচিরেই তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে দলটিকে কোন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে দেয়া হবে না।

সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই সাঁজ সাঁজ রব পড়ে যায় হালসা গ্রামে। স্বতস্ফূর্তার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে বেশ জমকালো ভাবে সন্ধ্যায় সম্মেলনের ইতি ঘটে।সম্মেলনে দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ