আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:২৬

দৈনিক যশোরের সম্পাদক অসুস্থ

স্টাফ রিপোর্টার।। প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুন অসুস্থ হয়ে পড়েছেন।
দিনভর একাধিক স্থানে ত্রাণ বিতরণ শেষে শনিবার বিকেল চারটার দিকে তিনি শহরের রেল রোডের বাসায় ফেরেন। ওই সময়ই তিনি অসুস্থ বোধ করতে থাকেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, সঙ্গে সঙ্গে যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্ত¡াবধায়ক ডা. আবুল কালাম আজাদ ও ডা. আহমেদ বদরুদ্দোজা জাহিদ হাসান টুকুনের বাসায় যান। তারা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহিদকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। বর্তমানে তিনি ওই দুই চিকিৎসকের অধীনে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, খবর পেয়ে রাতেই জাহিদ হাসান টুকুনকে দেখতে তার বাসায় যান প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর, সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সহ-সভাপতি নূর ইসলাম, যুগ্ম-সম্পাদক জাহিদুল কবীর মিল্টন প্রমুখ।
প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম ও সম্পাদক আহসান কবীর রাতে এক বিবৃতিতে সভাপতি জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনা করেছেন।

আরো সংবাদ