আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪৮

ধর্মীয় অবমাননার অভিযোগে ফেসবুকে পোস্টদাতা এক যুবক গ্রেপ্তার

ফেসবুকে একটি পোস্ট দেয়ার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে যে যুবকের বিরুদ্ধে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে জয়পুরহাট জেলা শহর থেকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশের একটি দল। পুলিশ বলেছে যে তার নাম পরিতোষ হালদার এবং তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

তার বিরুদ্ধে ফেসবুক পোস্টের মাধ্যমে ধমীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

রংপুরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিবিসি বাংলাকে বলছেন, ”পরিতোষ হালদারের বিরুদ্ধে ফেসবুকে পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ রয়েছে। সেই মামলায় জয়পুরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

হিন্দু ধর্মাবলম্বী একজন তরুণ ফেসবুকে একটি পোষ্টে ‘ইসলাম বিদ্বেষী’ কমেন্ট করার কথিত অভিযোগে পীরগঞ্জে ১৮টির মতো ঘরে আগুন ধরিয়ে দেয়া হয় বলে রবিবার জানিয়েছিলেন জেলার সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

যে জেলে পল্লীতে হামলার ঘটনা ঘটে, সেখানে পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্য মোতায়েন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত