আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:৫৫

নওগাঁর আত্রাইয়ে প্রায় ৭ কিলোমিটার খান পুনঃখনন কার্যক্রম শুরু

জেলার আত্রাই উপজেলায় চকতেমুখ হতে ইসলামগাঁথি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সমসপাড়া সংলগ্ন চকতেমুখ ইসলামগাথি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সংলগ্ন এলাকায় নওগাঁ-৬ ( আত্রাই-রানীনগগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ, আত্রাই উপজেলা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, সমসমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি আশরাফুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “টেকসই ক্ষুদ্্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায়  গুড় নদী থেকে সমসপাড়া-ছোট সাওতা-বড় সাওতা-সাওতা মির্জাপুর-দর্শনগ্রাম-মাধবপুর-চকতেমুখ হয়ে নাগর নদী পর্যন্ত উভয় নদীর সাথে সংযোগ স্থাপন প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ হাতে নেয়া হয়েছে। সমবায় ভিত্তিতে খাল পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ ৫৭ হাজার ৪শ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেছেন, পুরাতন এ খালটি  কালের প্রবাহে ভরাট হয়ে যাওয়ায় বর্ষকালে বৃষ্টির পানি উপচে বন্যার সৃষ্টি হয়। এর ফলে খালের উভয় পার্শ্বের ক্ষেত পানিতে তলিয়ে গেলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন। ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখনন করা হলে একদিকে খালে পানি ধারন ক্ষমতা বৃদ্ধি হওয়ায় বন্যার হাত থেকে এসব জমির ধানসহ বিভিন্ন ফসল রক্ষা পাবে। এ ছাড়াও প্রায় ১ হাজার হেক্টর জমির রবি মৌসুমে ভুট্টা, সরিষা, গম আবাদে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

আরো সংবাদ