আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:১৭

নওয়াপাড়ায় শাহিন চাকলাদারের ৩শ পরিবারের মাঝে ত্রান বিতরন।

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

তিনি নওয়াপাড়া ইউনিয়নের ৩শ’ পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছেন।আজ সোমবার বিকেলে যশোর যশোর সদর উপজেলাধীন নওয়াপাড়া ইউনিয়নে শাহীন চাকলাদারের পক্ষে দ্বিতীয় বারের মত দিন মজুর ও মধ্যবিত্ত্বদের মাঝে ৩০০ প্যাকেট ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য কাজী আলমগীর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুলু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মোমেল হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রোস্তম আলী মুকুল প্রমুখ।
এর আগে যশোর জেলার আট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গরীব অসহায় কর্মহীনদের মাঝে শাহীন চাকলাদার খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া যশোরে বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি স্প্রে চলমান রয়েছে।

আরো সংবাদ