আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৫

নওয়াপাড়ায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনায় শিকার যুবক

নওয়াপাড়ায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনায় শিকার হয়েছেন শেখ রোহান (২২) নামে এক যুবক। বর্তমানে সে খুলনা গাজী মেডিকেলে আইসিইউতে আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ওই যুবক বুইকারা ড্রাইভার পাড়া এলাকার হায়দার আলীর পুত্র।
আজ দুপুর দুই টার দিকে নওয়াপাড়া নুরবাগ স্বাধীনতা চত্বর এলাকার কেজি স্কুল রোডে দু ‘ মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় প্রথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনার গাজী মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে সে ওই হাসপাতালের আইসিইউতে আছে।

আহত রোহানের মামা মনজুর জানান তার এখনও জ্ঞান ফেরেনি। এসময় সে তার ভাগ্নের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আরো সংবাদ