আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:২৫

নওয়াপাড়ায় মসজিদের প্রাচীর নির্মাণের কাজ উদ্বোধন করলেন শাহারুল ইসলাম

এম আহম্মেদ: যশোর সদর উপজেলাধীন নওয়াপাড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে ঘুরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রাচীর নির্মাণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবীর তুহিনের অর্থায়নে এ সীমানা প্রাচীর নির্মান হচ্ছে।

নওয়াপাড়ায় মসজিদের প্রাচীর নির্মাণের কাজ উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত

বুধবার বিকেলে নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও প্রভাষক ওলিয়ার রহমান মুরাদ, নওয়াপাড়া ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুকমান হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ঘুরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোমিন উদ্দিন মোল্যা, সাধারণ সম্পাদক মশিয়ার বিশ্বাস, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন, হাশর আলী, রফি রহমান, কনক কুমার পাল, প্রশান্ত কুমার দাস, আসলাম হোসেন, ফজলু রহমান শাহাবুদ্দিন প্রমুখ।

আরো সংবাদ