আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৪

নওয়াপাড়া ইউপি আ`লীগের তিনটি ওয়ার্ডের কমিটি গঠন।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ০৪ নং ওয়ার্ডে আতাউল্ল্যাহ্ মোল্যা সভাপতি ও কামাল হোসেন তুহিন সাধারন সম্পাদক, ০৫ নং ওয়ার্ডে জহুরুল ইসলাম সভাপতি ও টিপু সাধারন সম্পাদক এবং ০৬ নং ওয়ার্ডে টিপু সুলতান সভাপতি ও তৈয়ব আলী সাধারন সম্পাদক  নির্বাচিত হয়েছেন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। আজ রবিবার বিকাল ৫ টায় বাহাদুরপুর স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য কাজী আলমগীর, সদর উপজেলা আওয়ামীলীগের সাকেব সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল, আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন, জেলা কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু, উপজেলা আওয়ামীলীগ নেতা ইউনুছ আলী, আওয়ামীলীগ নেতা শেখ হযরত আলী  সম্মেলনটির উদ্বোধন করেন ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুস্তম আলী মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে মোহিত নাথ বলেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। আর শক্তিশালী আওয়ামী লীগকে কেউ দমাতে পারে না। আওয়ামী লীগের সকল নেতা-কর্মীরা আমার ভাই। আমি দলকে শক্তিশালী করতে চাই। তৃণমূল-সহ আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের আমি সর্বেচ্চ মূল্যায়ন করি।দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করে আমি এই পর্যায়ে এসেছি। সকলে মিলে আমরা এই সুখ আর শান্তিকে ভাগাভাগি করে নেব। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। সকল নেতাকর্মীদের এই নৌকার পক্ষে থাকার আহ্বান জানান তিনি

প্রধান বক্তার বক্তব্যে শাহারুল ইসলাম বলেন, আমাদেরকে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব শাহীন চাকলাদার। আমাদের নেতা তৃণমূলের নেতা শাহীন চাকলাদার তার বিকল্প কেউ নেই।যারা তৃণমূলের সম্পদ পাওনা তসরুফ করে তারা আওয়ামীলগের সদস্য হতে পারেনা দলকে যারা বিভক্ত করার চেষ্টা করছে তাদের বিরূদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান শাহারুল ইসলাম। আমরা পরিষ্কার করে বলতে চাই কেউ যদি দলেন গঠনতন্ত্র বিরোধী কাজ করে আমরা আর সহ্য করব না।এবার থেকে যে‘ই গঠনতন্ত্র বিরোধী কাজ করতে যাবে তাদের কে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন তিনি।

স্বতস্ফূর্তার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে বেশ জমকালো ভাবে সন্ধ্যায় সম্মেলনের ইতি ঘটে। সম্মেলনে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ