আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৩৩

নতুন করে যশোরে ২৫ জন করোনায় আক্রান্ত

যবিপ্রবি ল্যাবে গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা শেষে যশোরে জেলায় নতুন করে ২৫ জন সনাক্ত হয়েছে। খুমেক ল্যাব থেকে আসা ৮ জনের নমুনার সবকয়টি কোভিড-১৯ নেগেটিভ হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই ফলাফল ঘোষণা করেন।

এদিকে যবিপ্রবির অধ্যাপক ড. তানভীর ইসলাম জানান, গেল ২৪ ঘণ্টায় ল্যাবে যশোর জেলার ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা পজিটিভ হয়েছে এবং নড়াইল জেলার ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের নমুনাতে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। অর্থাৎ ল্যাবে দুইজেলার সর্বমোট ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের নমুনা করোনা পজিটিভ এবং ৭৮ জনের নেগেটিভ হয়েছে।

অপরদিকে যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, জেলায় আক্রান্তদের মধ্যে ১০ জনের বাড়ি শহর ও সদর উপজেলাতে। এছাড়া অভয়নগর উপজেলায় ১১ জন, বাঘারপাড়া উপজেলায় তিনজন এবং চৌগাছা উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউনসহ বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে ০১ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত জেলায় সর্বমোট ৩ হাজার ২৯২ জনের শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়েছে এবং ৩৯ জনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ