আজ - শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:০০

নরসিংদীর রায়পুরায় পুলিশের হেফাজতে থাকা আসামির মৃত্যু।

নরসিংদীর রায়পুরায় পুলিশের হেফাজতে থাকা আসামির মৃত্যু;পুলিশ বলছে আত্মহত্যা

এরশাদুল ইসলাম,রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদী জেলার রায়পুরা থানা হেফাজতে সুজন মিয়া(৩৫) নামের স্ত্রী হত্যা মামলার রিমান্ডে থাকা এক আসামির মৃত্যু হয়েছে।
নিহত সুজন মিয়া রায়পুরা উপজেলার মাহমুদপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত (৫ ই নভেম্বর) স্ত্রী লাভলি বেগমকে ধারালো ছুরি দিয়ে আঘাতে হত্যা করে পালিয়ে যায় সুজন মিয়া।উক্ত ঘটনায় হত্যা মামলার দায়ের হলে সোমবার (৭ ই নভেম্বর) তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি দরবার শরীফের পাশ থেকে আসামি সুজন মিয়াকে নরসিংদী জেলা পুলিশের একটি টিম গ্রেফতার করে।পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্ত্রী হত্যার দায় স্বীকার করে পুলিশের সাথে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে আসামি সুজন মিয়াকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।রাতে রিমান্ডের উদ্দেশ্যে রায়পুরা থানায় নিয়ে আসা হয়।
পুলিশের বরাতে জানা যায় নিহত সুজন মিয়া থানা হাজতের টয়লেটের ভেন্টিলেটরের রডের সাথে পড়নের শার্ট দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
আজ (৯ ই নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটে থানা থেকে তার মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, কিভাবে ঘটনা ঘটছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা যাচ্ছে।
এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) অনির্বাণ চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা পুলিশ।আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত