আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৮

নরেন্দ্রপুরে ৬ টি ওয়ার্ড আ’ লীগের সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৪,৫,৬ ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ৪ নং ওয়ার্ডে সাধন কুমার সভাপতি ও মুন্সি রবিউল ইসলাম সাধারন সম্পাদক , ৫ নং ওয়ার্ডে আব্দুল গনি সভাপতি ও আসাদ পারভেজ সাধারন সম্পাদক, ৬ নং ওয়ার্ডে বাবর আলী সভাপতি, হোসেন আলী সাধারন সম্পাদক, ৭ নং ওয়ার্ডে আপতাব মাহমুদ সভাপতি, আজিম বিশ্বাস সাধারন সম্পাদক, ৮ নং ওয়ার্ডে মাষ্টার আনোয়ার হোসেন সভাপতি, আলমগীর মোড়ল সাধারন সম্পাদক এবং ৯ নং ওয়ার্ডে ফেরদৌস বিশ্বাস সভাপতি ও মোঃ হযরত আলী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার বিকালে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭,৮ ও ৯ এবং রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি প্রাঙ্গনে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৭,৮ ও ৯ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী সরদারের সভাপতিত্বে ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিম বিশ্বাসের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ , প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু হানিফা দফাদার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, জেলা কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী।সম্মেলনটি উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে মোহিত নাথ বর্তমান সরকারে উন্নয়ন অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করেন। নারীর ক্ষমতায়ন বেকারত্ব দূরীকরণ সহ সরকারের উন্নয়ন অগ্রগতি ও ভিশন সম্পর্কে জনগণকে সচেতন করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে জণগনকে একসাথে কাজ করার পরামর্শ দেন। একই সাথে উপজেলা আ‘লীগের এক নেতার বিতর্কিত কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করেন তিনি একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ব্যাপার জানেন উল্লেখ করে জনণনকে ধৈর্য্য ধরার পরামর্শও প্রদান করেন মোহিত নাথ।

৪, ৫, ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী সাধন রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুন্সী রবিউল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ , প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু হানিফা দফাদার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, জেলা কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু ও  উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী।সম্মেলনটি উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস।

প্রধান বক্তার বক্তব্যে শাহারুল ইসলাম বলেন, আমাদেরকে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব শাহীন চাকলাদার। আমাদের নেতা তৃণমূলের নেতা শাহীন চাকলাদার তার বিকল্প কেউ নেই।মালিকের প্রদত্ত কুরআনে বর্ণিত শান্তির ধর্ম ইসলামকে ভিন্নভাবে উপস্থাপণ করে মানুষের মন হৃদয় আকৃষ্ট করে একটি মহল তাঁদের স্বার্থসিদ্ধি করতে চাই এ ব্যাপারে সকল কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।তাঁরা বলে বেহেস্তের টিকিট আছে তাঁদের হাতে , চাঁদে সাঈদী কে দেখা গিয়েছে তথা পাকিস্থানী মওদুদী কুরআন দিয়ে অপব্যাখ্যা করে মানুষকে তাঁদের কাছে টানার প্রয়াস চালায় নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে সজাগ থেকে এ সকল ধর্মীয় ক্যু রূখে দেয়ার পরামর্শ দেন শাহারুল ইসলাম। শাহারুল ইসলাম আরও বলেন একই ওয়ার্ডে যারা পাল্টা সম্মেলন করছে তাঁদের ব্যাপারেও কেন্দ্রীয় আওয়ামীলীগ অবগত আছেন। অচিরেই তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে দলটিকে কোন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে দেয়া হবে না।

আরো সংবাদ