আজ - সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৫৮

নাজমুল ইসলাম কাজলের প্রথম জানাযা বাদ যোহর ও দ্বিতীয় জানাযা বাদ আছর

যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। (৭ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংর্ঘষে নাজমুল ইসলাম কাজল সহ চারজন নিহত হন।

তার পরিবারের সাথে যোগাযোগ করলে তার ভাই জামদিয়া ইউনিয়ন চেয়ারম্যান টুটুল খানজাহান আলীকে বলেন, কাজলের লাশ ঢাকা থেকে যশোরে নিয়ে আসতেছে। তার জানাযার বিষয় জানতে চাইলে তিনি বলেন, কাজলের প্রথম নামাজের জানাযা বাদ যোহর “বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে” ও দ্বিতীয় নামাজের জানাযা বাদ আছর গ্রামের বাড়ি “ভাঙ্গুড়া ডিগ্রি কলেজ” মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

যশোর রাজনৈতিক প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সকল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের জন্য মাগফেরাত কামনা করতে দেখা যাচ্ছে। সকলেই তার জন্য দোয়া করে মাগফেরাত কামনা করেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত