আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:১৫

নাভারনে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই খালাতো ভাই নিহত

যশোরের নাভারণে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা পরস্পর খালাতো ভাই। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

সোমবার দিবাগত রাত ১১টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনি মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই খালাতো ভাই যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২২) ও বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৪)। তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসেবে কাজ করত এবং দু’জনই ছোট বয়স থেকে নাভারন কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে কাজ সেরে বাসায় ফিরছিল। পথিমধ্যে নাভারণ কলোনি মোড় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহন তাদেরকে ধাক্কা দেয়। এতে পেছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে পরিবহনের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৷

আরো সংবাদ