আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:০৩

নিখোঁজের ৫ দিন পর ধান ক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় নিখোঁজের পাঁচ দিন পর ধান ক্ষেত থেকে সুজন চন্দ্র সরকার (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।

বুধবার দুপুর ১টায় চান্দিনা উপজেলার ডুমুরিয়া ও দোবারিয়া গ্রামের ফসলি মাঠের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুজন চন্দ্র সরকার কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে। পেশায় কাঠ মিস্ত্রি।

নিহতের বড় ভাই যুবরাজ সরকার জানান, শুক্রবার বিকেলে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আমরা আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নিয়েছি কোথাও পাইনি। আজ বুধবার সকালে লোক মারফত শুনতে পাই দোবারিয়া ধান ক্ষেতে লাশ পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের অর্ধগলিত লাশ।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম ও বাড়েরা ইউনিয়নের দোবারিয়া গ্রাম দুটি পাশপাশি। নিহতের বাড়ি থেকে পাঁচ শ’ গজের মধ্যেই দোবারিয়া গ্রামের ওই ধান ক্ষেতটি। ওই জমির মালিক আনোয়ার মেম্বার শ্রমিক দিয়ে ধান কাটার সময় তার ক্ষেতে অর্ধগলিত লাশ দেখে থানায় খবর দেয়। আমরা গিয়ে লাশ উদ্ধার করি।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যা না আত্মহত্যা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ