আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৪

নির্বাচনী জনসভার প্রথম দিনে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান কথা বললেন অমিত ইসলাম।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে যশোর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত পথসভায় বক্তব্যকালে বলেন- যারা কারোর ওপর অন্যায় করেনি, কাউকে কষ্ট দেয়নি; তারা যে দলের হোক, যে মতের হোক; তাদের কারোর কোন ক্ষতি হতে দেবো না। আমরা সবাই মিলেমিশে থাকবো। কিন্তু যে সমাজ বিরোধী, জুলুম করে, নির্যাতন করে; সে যদি আমার ছেলে হয়, ভাই হয়, আত্নীয় এবং দলের লোক হয়; তার জায়গা হবে জেলখানায়। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভার মধ্য দিয়ে ভোটের প্রচারণা শুরু করেন ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বক্তব্যকালে তিনি আরো বলেন, যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজ মুক্ত যশোর গড়ে তুলবো। আমরা সবাই মিলে কেবল যশোর নয় ; পুরো বাংলাদেশকে নিরাপত্তা দেবো, যেন কেউ আমাদের দেশ নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র করতে না পারে। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেন, এই যশোরে কোন মাদক সন্ত্রাসীর ঠাঁই হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস আমাদের কাছে কোন বিবেচ্য বিষয় না। বিগত দিন ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের মধ্যে বিভেদ রেখা টানা হয়েছিল। আমরা সবাইকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মতো যশোরকে নতুনভাবে গড়তে চাই। আগামীতে কেউ জনগণের প্রতিপক্ষ হয়ে এই যশোরের দাঁড়ানোর সুযোগ পাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে নিজকে দাঁড় করানোর চেষ্টা করে তার জায়গা এই যশোরে কোন দিনই হবে না। পাশাপাশি তিনি আরো বলেন, বিএনপি যে কয়বার সরকার গঠন করেছে, প্রতিবারেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমার পিতা প্রয়াত তরিকুল ইসলাম যেভাবে উন্নয়ন করেছেন; নিরলসভাবে পরিশ্রম করতেন; অতীতে বিএনপি সরকার যেভাবে যশোর উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল; ধানের শীষ প্রতীক নিয়ে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি; বিএনপিকে যদি আপনারা রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব অর্পণ করেন, যশোরের প্রতিটি সেক্টরে আপনাদের দাবি অনুযায়ী উন্নয়নের চাকা সচল করবো। এদিকে বৃহস্পতিবার ভোর থেকে সদরের ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রচার প্রচারণা চালিয়েছেন ধানের শিষের পক্ষে বিএনপি নেতাকর্মীরা। লিফলেট বিতরণ, প্যানা টাঙানোর পাশাপাশি বের করা হয় প্রচার মিছিল। এতে সরগরম হয়ে ওঠে সদর উপজেলার প্রতিটি পাড়া মহল্লা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->