আজ - বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৩২

নির্ভয়া ধর্ষণ- ৪ জনের ফাঁসি কার্যকর।

জীবন নাগরওয়াল : বহু নাটকীয়তার পর অবশেষে ভারতের রাজধানী নয়াদিল্লির বহুল আলোচিত মেডিকেল ছাত্রী নির্ভয়া ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত চার আসামির ফাঁসি কার্যকর হয়েছে।

ভারতীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় তিহার জেলে অক্ষয় ঠাকুর, পবনগুপ্ত, বিনয় শর্মা  ও মুকেশ সিং এ চার আসামির ফাঁসি কার্যকর করা হয়। রায় কার্যকরের পর কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মাসহ স্বজনেরা।

তবুও দেরিতে হলেও বিচার পাওয়াতে খুশি তারা। ২০১২ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যার পর দিল্লির একটি হলে সিনেমা দেখে বাসায় ফেয়ার পথে ধর্ষণের স্বীকার হয় নির্ভয়া।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত