আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:২৮

নিলামে উঠছে দাউদ ইব্রাহিমের বিপুল সম্পত্তি

মুম্বাই বিস্ফোরণের মাথা ও ডি কোম্পানি প্রধান দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এবার আরও একদফা কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রয়েছে দাউদের পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি এবার নিলাম করা হবে ১০ নভেম্বর।

সূত্রের খবর, আগামী ১০ নভেম্বর রত্নগিরির খেড় তালুকে নিলাম করা হবে দাউদের সাতটি জমি। এছাড়াও দাউদের সঙ্গী গ্যাংস্টার ইকবাল মির্চির ২টি ফ্ল্যাটও নিলামে উঠবে। নিলামের জন্য ই-অক্সেন, পাবলিক অক্সেন ও সিল টেন্ডারও ডাকার কথা রয়েছে।

এদিকে, গতকাল মুম্বাইয়ে ইকবাল মির্চির ১টি হোটেল ও দুটি বাংলো ও সাড়ে তিন একর জমি অ্যাটাচ করেছে ইডি। এছাড়াও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইকবাল মির্চি ও তার পরিবারের সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২২.৪২ কোটি রুপি বাজেয়াপ্ত করা হয়েছে।

সুত্র জিনিউজ।

আরো সংবাদ