আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:২৫

নোয়াখালীর ১৩ ইউপি নির্বাচন স্থগিত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩টি ইউপি নির্বাচন ও কবিরহাট পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, আগামী ২১ জুন ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভোটের তারিখ পুনর্বিবেচনার জন্য মন্ত্রী পরিষদ বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

হাতিয়ায় নির্বাচন স্থগিত হওয়া ইউনিয়নগুলো হলো, জাহাজমারা, নিঝুমদ্বীপ, চর ঈশ্বর, চরকিং, সোনাদিয়া, বুড়ির চর ও তমরুদ্দি।

আর সুবর্ণচরের নির্বাচন স্থগিত হওয়া ইউনিয়নগুলো হলো, ২ নং চরবাটা ইউনিয়ন, ৪নং চর ওয়াপদা ইউনিয়ন, ৫নং চর আমান উল্যাহ ইউনিয়ন, ৩নং চরক্লাক ইউনিয়ন, ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন ও ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয়ভাবে নেয়া এ সিদ্ধান্ত সব প্রার্থীকে যথাযথ প্রক্রিয়ায় জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ জুন) দুপুরে নোয়াখালীর হাতিয়াতে আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচন পেছাতে ছয় প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদনপত্র জমা দেন।

আরো সংবাদ