আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:২১

নড়াইলের পৌর মেয়র ডেঙ্গু আক্রান্ত : হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।

তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে অসুস্থ মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে ঢাকায় স্কায়ার হাসপাতালে নেওয়া হয়।

নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। এসময় দলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল পৌর বাসি জাহাঙ্গীর বিশ্বাসের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

নড়াইল সদর হাসপাতালের আরএমও মশিউর রহমান বাবু মেয়রের অসুস্থ্যতার বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে, মঙ্গলবার রাতে তিনি সদর হাসপাতালে ভর্তি হন।

সকালে তাঁর রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত