আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৩

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

নড়াইল জেলার নতুনবাস টার্মিনাল এলাকায় আজ সকাল ৯টার দিকে মোটরসাইকেলের  ধাক্কায় মিলন বিশ্বাস (৩০) নামে একজন নিহত হয়েছে। সে ভাদুলিডাঙ্গা এলাকার দিনবন্ধু বিশ্বাসের ছেলে।
জানাগেছে, সকালে মিলন নতুনবাস টার্মিনাল এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের কাজ করছিলেন। ৯টার দিকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাওসি(দায়িত্ব প্রাপ্ত) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ