আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০৪

নড়াইল ও কালিয়া পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হতে চান আ’লীগের ২১ নেতা

নড়াইল প্রতিনিধি॥ আসন্ন নড়াইল ও কালিয়া পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের ২১জন মনোনয়ন চাইলেন। এরমধ্যে নড়াইল পৌরসভায় ১১জন এবং কালিয়া পৌরসভায় ১০জন। গত মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব প্রার্থী মনোনয়ন চেয়ে তাদের রাজনৈতিক পরিচয়, জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন।
নড়াইল পৌরসভার মনোনয়ন প্রত্যাশীরা হলেন আনজুমান আরা, মোঃ গাউসুল আজম মাসুম, সর্দার আলমগীর হোসেন, নড়াইল পৌরসভার সদ্য প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী হুর জাহান বেগম, মোঃ সাইফুল ইসলাম, আশিকুর রহমান মিকু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম নান্তু, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আজহারুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান এবং রতন কুমার মজুমদার।

কালিয়া পৌরসভার মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান হিরা, আশীষ ভট্টাচার্য্য, বিএম ইমদাদুল হক টুলু, বিএম ইকরামুলক হক টুকু, আনুর মোহাম্মদ আনু, তাপস কুমার বিশ্বাস, শেখ মিজানুর রহমান, বাবুল কুমার ঘোষ এবং মোঃ শাহিদুল ইসলাম শাহী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, জেলার দুটি পৌরসভায় মোট ২১জন দলীয় মনোনয়ন চেয়ে রাজনৈতিক পরিচয়, জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। তাদের এসব আবেদন ফরম যাচাই-বাছাই করে দলীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরো সংবাদ