আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:১৬

পটুয়াখালী অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার!

পটুয়াখালী বাউফলে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর এলাকায় গ্রাম্য রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল ফরাজি আক্ষেপ করে বলেন, অনেকে একটা সন্তানের জন্য কাঁদে, আর নরপশুরা শিশুটিকে পৃথিবীর আলো দেখার আগেই মেরে ফেললো! আমাদের গ্রামে আগে এরকম ঘটনা দেখিনি। এদের চিহ্নিত করা উচিত।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সকালে নাজিরপুর গ্রামে রাস্তার পাশ থেকে গর্ভপাত করা ৭ মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ