আজ - সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:০২

পদ্মবিলার মাসুদ সোহাগের বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনার মামলা

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলার  আব্দুল আজিজের ছেলে মাসুদ সোহাগের বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনার মামলা হয়েছে।

মামলাটি করেছেন পার্শ্ববর্তী কচুয়া ইউনিয়নের শাহাজাহান সরদারের ছেলে সাজ্জাদ হুসাইন। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হুসাইন আসামির প্রতি সমন জারি করে আগামি ২৬ জানুয়ারী এ মামলার পরবর্তি দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, মাসুদের সাথে তার সু সম্পর্ক ছিলো। তারই সুবাধে গত ২০ জুন মাসুদ সাত লাখ টাকা ধার নেন। দুই মাস পরে ধারের টাকা ফেরত চাইলে মাসুদ বাদীকে পাওনা টাকার বিপরীতে  ডাচ বাংলা ব্যাংকের একটি চেক দেন। যা ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। এরপর মাসুদকে উকিল নোটিশ পাঠালে মাসুদ সাড়া দেয়না। বাধ্য হয়ে সাজ্জাদ হোসেন আদালতে মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত