আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব, অসহায় ও ছিন্নমূলদের মাঝে জেলা পুলিশের খাদ্য বিতরণ

আজ দুপুর ১২.৩০ মিনিটে  যশোর শহরের বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও ছিন্নমূলদের মাঝে জেলা পুলিশের পক্ষ হতে খাদ্য বিতরণ করা হয়।

যশোর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ হতে এই খাদ্য বিতরণ করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম‌।

তারা এসময় প্রায় ৩০০ টি পরিবারের মধ্যে এই খাদ্য বিতরণ করেন।

জনাব বেলাল হোসেন, পিপিএম বলেন, আমরা জেলা পুলিশ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় বিভিন্ন সময় (উৎসব/দুর্যোগে) সমাজের পিছিয়ে পড়া এই সকল গরীব, অসহায় ও ছিন্নমূলদের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে আসছি।

তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই খাদ্য বিতরণ কর্মসূচি। আমাদের এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর, জনাব রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরসহ জেলা পুলিশের একটি টিম।

আরো সংবাদ