আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৫২

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুন : ৬৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক সংবাদ :: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে অন্তত ৬৫ জনের প্রাণহানি এবং বেশকিছু সংখ্যক লোক আহত হয়েছে।
একজন প্রাদেশিক মন্ত্রী এ কথা জানান।
পাঞ্জাব প্রদেশের রহিমা ইয়ার খান জেলায় করাচী থেকে রাওয়ালপিন্ডি যাওযার পথে বৃহস্পতিবার তেজগ্রাম এক্সপ্রেসের ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদ বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া খবরে আমরা জানতে পেরেছি অন্তত ৬৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে।
মাত্র ১৮ জনের লাশ সনাক্ত করা সম্ভব বলে তিনি জানান।
আহতদের পাশের ভাওয়ালপুর ও রহিম ইয়ার খানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মানবাধিকার মন্ত্রী শিরীন মাঝারি টুইট করে বলেন, ‘ভয়ংকর…ট্রেনে যাত্রীর বহন করা গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ।’
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কিছু যাত্রীর সকালের নাশতা তৈরির সময়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
পাকিস্তানে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্নীতি, অব্যবস্থাপনা ও বিনিয়োগের ঘাটতির কারণে গত কয়েকযুগে দেশটির রেল সার্ভিস পর্যুদস্ত হয়ে পড়েছে।

আরো সংবাদ