আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৫

পাবনায় কাজাখস্তান নাগরিক ছুরিকাঘাতে নিহত : ৩ বেলারুশ নাগরিক আটক

জেলার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কাজাখস্তানের অপর এক নাগরিক। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজন বেলারুশ নাগরিককে আটক করেছে।
নিহত সেবিষ্ট ভ্লাদিমির  (৫০) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শনিবার রাতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির  কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় ছুরিকাঘাতে ভৃলাদিমির নিহত হয়। এ সময় আহত হন অপর এক কাজাখস্তানের নাগরিক। রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। রোববার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত শেষে মরদেহ আইনী প্রক্রিয়ায় কাজাখস্তানে পাঠানোর কাজ শুরু হয়।

আরো সংবাদ