আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:৪২

পুলিশকে পিটিয়ে আসামির পলায়ন!

আদালত চত্বর থেকে প্রিজনভ্যানে তোলার সময় বগুড়ায় মাদক মামলায় গ্রেফতার আসামি সাইফুল ইসলাম সোনার ওরফে সাগর (২৮) পুলিশকে পিটিয়ে পালিয়েছে। পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পার হলেও তাকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় কর্তব্য পালনে অবহেলায় সাসপেন্ড হয়েছেন বগুড়া কোর্ট পুলিশের উপ-সহকারী পরিদর্শক কবির হোসেন। 

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মাদক সংক্রান্ত মামলায় বগুড়া জেলার শেরপুর থানার বনমরিচা গ্রামের মৃত শাজাহান সোনারের পুত্র সাইফুল ইসলাম সোনার ওরফে সাগরকে (২৮) শেরপুর থানা পুলিশ এক গ্রাম হোরোইনসহ আটক করে করে। আটকের পর গতকাল রবিবার শেরপুর থানা পুলিশ বগুড়া কোর্ট পুলিশকে আসামি বুঝিয়ে দেয়। ওই দিন সন্ধ্যায় বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা কারাগারে নেয়ার জন্য পুলিশের প্রিজনভ্যানে তোলা হচ্ছিল তাকে। এসময় সাগর কৌশলে হাতকড়া খুলে কোর্ট পুলিশ কর্মকর্তা এটিএসআই কবির হোসেনকে বুকে কিল-ঘুষি মেরে দৌঁড়ে পালিয়ে যায়। তখন পুলিশ তার পিছু ধাওয়া করেও ধরতে পারেনি। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধরতে ব্যর্থ হয়ে কোর্ট পুলিশের উপ-সহকারী পরিদর্শক এমদাদুল হক বাদী হয়ে রাত ১০টায় বগুড়া সদর থানায় মামলা করেন। সেই সাথে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কবিরকে সাসপেন্ড করা হয়। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সাগরকে গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত