আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০৫

পুলিশের নতুন আইজি হচ্ছেন বেনজীর আহমেদ।

স্টাফ রিপোর্টার।। পুলিশের নতুন আইজি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার স্থলে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের নতুন আইজি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন।

বর্তমান আইজি জাবেদ পাটোয়ারী ২০১৮ সালের জানুয়ারিতে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং গত দুইবছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বর্তমান আইজিকে সিনিয়র সচিব পদমর্যাদার কোনো রাষ্ট্রদূত পদে দেওয়া হতে পারে।

অন্যদিকে বেনজীর আহমেদ ১৯৮৬ সালের ব্যাচের কর্মকর্তা। সৎ, নিষ্ঠাবান এবং মেধাবী অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে হলি আর্টিজানসহ বিভিন্ন জঙ্গি অভিযানে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

আরো সংবাদ