রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হত্যা মামলায় জড়িত আসামিদের শনাক্ত করতে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়।
খানজাহান আলী 24/7 নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন।
তিনি বলেন, রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর সাক্ষী মিন্নি। তাই তাকে আসামিদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে। তবে, তাকে এখন পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি।
জানা গেছে, জবানবন্দি দেওয়ার জন্য মিন্নির পরিবারের সদস্যদেরও পুলিশ লাইনসে নেওয়া হচ্ছে।