আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫২

পুলিশ হত্যার মূল আসামী রিয়া গ্রেফতার।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মডেল ও অভিনেত্রী সুহাসিনী অধরাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অধরার প্রকৃত নাম ফজিলাতুন্নেছা রিয়া। অধরা পরিচয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন রিয়া।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ারের বাসা থেকে রিয়া ওরফে অধরাকে গ্রেপ্তার করা হয়। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে হাজির করা হবে।

র‌্যাব জানায়, ২০১৩ সালে রাজধানীর শাহ আলী থানার এএসআই হুমায়ুন কবিরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন রিয়া। এ হত্যাকাণ্ডের পর রিয়া নিজেকে বাঁচাতে মডেল ও অভিনেত্রী বনে যান। গত ১০ বছরে সুহাসিনী অধরা নামে সব কাগজপত্র পরিবর্তন করেন তিনি। ওই হত্যা মামলায় রিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

আরো সংবাদ