আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৩৩

পৌরসভার ময়লার ভাগাড়ের পাশ থেকে যুবকের লা*শ উদ্ধার।

 

নেত্রকোনা পৌর শহরের ময়লার ভাগাড়ের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে নেত্রকোনা পৌরসভার বালুখালি ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা দূর্বৃত্তরা তাকে হত্যার পর সেখানে ফেলে রাখে। খুন হওয়া যুবক শহরের রাজুর বাজারের বালুখালী এলাকার মোঃ ওমর ফারুকের ছেলে মোঃ সাফায়েত উল্লাহ (৩০)।

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক খন্দকার শাকের আহমেদ স্থানীয় ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সাফায়েত উল্লাহ প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন। গতকাল শনিবার দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শাফায়েত।
সকালে ময়লার ভাগাড়ের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে শাফায়াতকে হত্যার পর লাশ ফেলে রাখে। লাশের গলায় থেতলানো অবস্থায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। হত্যার রহস্য উন্মোচনের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে হত্যার রহস্য উন্মোচনে ছায়া তদন্ত শুরু করেছে পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। পিবিআই

জেলা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কোবির জানান, শহরের ভিতরে এ ধরনের ক্লোলেজ হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেড়ে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে কেবা কারা জড়িত তা বের করতে পদক্ষেপ নিচ্ছে পিবিআই।

আরো সংবাদ