আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৮:৪৯

প্রধানমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞ থাকব: আকবর

রবি সরোয়ার: সঙ্গীতশিল্পী আকবর। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এই গায়ক। অসুস্থ আকবরের চিকিৎসা চালিয়ে যাবার মতো সামর্থ্য ছিল না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। অবশেষে আকবরের চিকিৎসায় ২২ লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।

অসুস্থ আকবার।

গেল ১৩ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন এই গায়ক। পরদিন টাঙ্গাইলের সখীপুরে ভালোবাসা দিবসের একটি কনসার্টে অংশ নেন।

আকবর বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশমতো চিকিৎসকেরা আমাকে যত্নের সঙ্গে চিকিৎসা করেছেন। যত দিন বাঁচব, প্রধানমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞ থাকব।’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারকাখ্যাতি পাওয়া আকবর যোগ করে বলেন, ‘আমি হানিফ সংকেত স্যারের প্রতিও কৃতজ্ঞ। তার কাছে আমার ঋণের শেষ নাই। অভিভাবক হিসেবে তাকে সব সময় সঙ্গে পেয়েছি।’

গেল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আকবর। তখন থেকে পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই শিল্পী জানান, পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। প্রতি সপ্তাহে পিজি হাসপাতালের চর্ম, কিডনি ও মেডিসিন বিভাগ থেকে চেকআপ করাতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিজি হাসপাতালের প্রধানের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে চিকিৎসার জন্য যা খরচ হবে তা হাসপাতাল বহন করবে।

আরো সংবাদ