আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে- কৃষকের মাঠে শাহারুল ইসলাম

খানজাহান আলী 24/7 নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাথে কৃষকের ধান কেটে আটি বেধে দিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

আজ শনিবার (২৪ এপ্রিল) যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মন্ডলগাতী মাদ্রাসা সংলগ্ন মাঠে কৃষক প্রদিপ চন্দ্র সাহার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

লকডাউনে শ্রমিক না পাওয়ায় ধান নিয়ে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। কৃষকদের ধান কেটে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে দেওয়ার আয়োজন করে আরবপুর ইউনিয়ন ছাত্রলীগ ।

মূলত আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের ডাকে সাড়া দিয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের মাঠে ধান কাটেন শাহারুল ইসলাম। এসময় তিনি বলেন, “আমি একজন কৃষকের সন্তান। যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার স্নেহের পিয়াশ ও পল্লবের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিতে আরবপুর ইউনিয়ন ছাত্রলীগ আমাকে দাওয়াত দিয়েছে। সকাল থেকেই ওদের সাথে থেকে দীর্ঘদিনের ভুলে যাওয়া কাজটি করতে পেরে ভালো লাগছে। একজন কৃষকের সবথেকে কষ্টের কাজগুলোর মধ্যে ধান কাটা অন্যতম।” তিনি আরও বলেন, “বাঙালি জাতির মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা নেতৃত্ব দিচ্ছেন। যিনি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে আজকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। তিনি কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন। বিশ্ব মানবতার মা প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে ছাত্রলীগ আজকে কৃষকের পাশে। যশোর জেলা ছাত্রলীগকে কৃষকের পাশে পেয়ে জেলা আওয়ামীলীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।” এ সময় ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, “ সকল কাজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন মানুষের পাশে থেকে রাজনীতি করে জাতির পিতা হয়েছেন, ব্যক্তিগত ভাবে আমি ছাত্রলীগকে অনুরোধ করব তারা যেন বিনয়ী, দরদী হয়ে সকল সময় মানুষের পাশে থেকে মানুষের উপকারে আসে।”

অন্যান্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ দাউদ হোসেন, মীর হোসেন খান, ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত হোসেন, নুর ইসলাম, শ্রী কার্তিক চন্দ্র পাল, সুবাহান হাওলাদার, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক খান, যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত, আকরাম হোসেন, সোহেল রানা, শফিকুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক তারেক হাসান দিপু, যুগ্ম-আহবায়ক শিমুল, সদস্য সজীব হোসেন, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত