আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৭

ফরিদপুরে পদ্মায় হঠাৎ ভাঙন, আতঙ্কে কয়েক হাজার মানুষ

ফরিদপুরে পদ্মা নদীর কয়েকটি স্থানে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের আতঙ্কে রয়েছেন সদরের দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার (২৭ মে) শহরতলির গোলডাঙ্গি ও ডিগ্রির চর এলাকার পদ্মার ১০০ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে পদ্মার পানি বেড়ে যাওয়ায় ও অপরিকল্পিতভাবে বালু তোলায় এমনটি হয়েছে।

এদিকে ভাঙনের খবর শুনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক, সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফরিদপুরের সদর উপজেলার চেয়ারম্যান মোস্তকুজ্জামান বলেন, গত দু’দিনে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া নর্থ চ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রিজ এলাকায় ১০০ মিটার নদীগর্ভে চলে গেছে।

ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। এ ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি ও ফসলি জমির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, দ্রুতই পদ্মার এ অংশের ভাঙন রোধে কাজ শুরু করার চেষ্টা করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমি সংশ্লিষ্ট দফতরের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ