আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:১৮

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধার করোনায় মৃত্যু

দীর্ঘ ১৭ দিন করোনার সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বীর মুক্তিযোদ্ধা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় ঢাকার গ্যাসট্রোলিভার হাসপিতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লোকামান হোসেন মৃধার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ চুন্নু শেখ।

তিনি জানান, গত ২৩ জুন লোকমান হোসেন মৃধার করোনা পজেটিভ আসে। একদিন বাসায় চিকিৎসা গ্রহণের পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে ২ দিন চিকিৎসা নেবার পরে তার শারীরিক অবস্থার খারাপ হলে গত ২৬ জুন ঢাকার গ্যাসট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুর সদর আসনের এমপি আলহাজ্ব ইঞ্জিঃ খন্দাকার মোশাররফ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ