আজ - শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:০০

ফাইনালের লক্ষ্যে সকালে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে বুধবার সকাল আটটায় কিউইদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। হারলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে এমন এক সমীকরণ নিয়ে কাল খেলতে হবে সাকিব আল হাসানের দলকে। ম্যাচের আগের দিন মঙ্গলবার অধিনায়ক সাকিব কথা বলেছেন দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের উদ্দেশ্য।

– Advertisement –

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে টাইগারদের আজকের অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায় অধিনায়ক সাকিব দলের সকল খেলোয়াড়কে পাশে নিয়ে কথা বলছেন। ধারণা করা হচ্ছে, পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কৌশল সম্পর্কে সবাইকে অবগত করছেন এই টাইগার অধিনায়ক।

এদিকে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম বলেন, ‘প্রতিদিন আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। প্রত্যেককে নতুন নতুন চ্যালেঞ্জ দিচ্ছি। তাদের শেখা হচ্ছে, অনেক উন্নতি দেখছি।’

এদিন নেটে বোলিং অনুশীলন করতে দেখা গেছে সবশেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়া পেসার মোস্তাফিজুর রহমানকে। এছাড়া নেটে স্পিনার নাসুম আহমেদকেও বল হাতে অনুশীলনে দেখা গিয়েছে। আরেক পেসার এবাদত হোসেনও বল হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সবশেষ নেটে সৌম্য সরকারের হাতেও দেখা গিয়েছে বল।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাইফউদ্দিন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মাহেদী হাসান ও সৌম্য সরকার।

আরো সংবাদ