আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:৪১

ফিরলেন সাকিব-মুস্তাফিজ, থাকবেন ১৪ দিনের কোয়ারেন্টিনে

ভারত থেকে নিরাপদে দেশে ফিরেছেন আইপিএল খেলতে যাওয়া বাংলাদেশি দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার বিশেষ বিমানে করে ঢাকায় পা রেখেছেন দুজন।

ভারতে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্ট বন্ধ হওয়ার পর বিদেশি ক্রিকেটারদের ফেরার ব্যবস্থা করছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের আসরে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাই তাঁরাও আজ ভারত থেকে ফিরেছেন।

দেশে ফিরে দুজনকেই থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে। এর জন্য ঢাকায় পা রেখে দুজনেই হোটেলে গিয়েছেন। দুজন আলাদা হোটেলে উঠেছেন। এর মধ্যে স্ত্রীকে নিয়ে হোটেল সোনারগাঁওতে কোয়ারেন্টিনে থাকবেন মুস্তাফিজ। আর সাকিব ফোর পয়েন্টস বাই শেরাটনে কোয়ারেন্টাইনে থাকবেন।

ভারতের আহমেদাবাদ থেকে এক সঙ্গে দেশে ফিরেছেন সাকিব-মুস্তাফিজ। দুজনের দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস মিলে বিশেষ বিমানের খরচ বহন করবে বলে জানা গেছে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সাকিব-মুস্তাফিজদের দেশে ফেরার কথা নিশ্চিত করেছে কলকাতা নাইটরাইডার্স।

এর আগে সাকিব-মুস্তাফিজদের কোয়ারেন্টিন তিনদিন নাকি ১৪দিন হবে সেটা জানতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বিসিবি।  এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন বলেছিলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা যাত্রীদের জন্য ১৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নতুন নীতিমালা করছে সরকার। এখন এই নীতিতে কি সাকিব ও মুস্তাফিজও পড়ে যান কিনা— সেটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা পুরো ব্যাপারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তাদের কাছে পরামর্শ চেয়েছি।’

কদিন আগে শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ ফিরেছে বাংলাদেশ দল। বিসিবি অনুরোধ করায় তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বদলে হোম কোয়ারেন্টিনে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু তামিম-মুশফিকদের ছাড় দিলেও সাকিব-মুস্তাফিজের ক্ষেত্রে ছাড় দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত থেকে ফেরায় ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে সাকিব-মুস্তাফিজকে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত